Madhymik Result 2019 Madhyamik Examination Result 2019 Asmita 360

গত 22 শে ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং এই পরীক্ষা চলেছে প্রায় ১২ দিন ধরে. মোট আট টা সাবজেক্ট এর পরীক্ষা হয়েছে তার মধ্যে সাতটা মেইন সাবজেক্ট একটি অ্যাডিশনাল পেপার। আর এবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল লক্ষ্য



এবার সব থেকে বড় প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বের হচ্ছে


মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন যে তারা মে মাসে কোন রকম ফল প্রকাশ করবে না।। এর কারণ স্বরূপ জানিয়েছেন যে আগামী মে মাস পর্যন্ত চলবে 17 তম লোকসভা নির্বাচন এবং তার মধ্যে কোন ভাবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব না


মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে জুন মাসে এমনটাই কিন্তু জানালো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 


লোকসভা নির্বাচনের পর প্রকাশিত হবে ফলাফল জুন মাসের প্রথম সপ্তাহে রয়েছে তার সম্ভাবনা।


জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই সমস্ত সরকারি বিদ্যালয় গুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এও জানিয়ে দেয়া হবে কোন বিদ্যালয় কোন বিষয় এ কত সংখ্যক আসন খালি রয়েছে।

Comments

Popular posts from this blog

Madhyamik bengali suggestion 2019 wb board

2000 note stop (two thousand note stop)