Posts

Showing posts from May, 2019
২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম রীতিতে আসতে চলেছে আমূল পরিবর্তন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবস্থার স্বচ্ছতা আনতে আগামী বছর থেকে বড় শহরের পরিবর্তন আনতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা করা হোক আর সেই কারণে আগামী বছর থেকে পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে সূত্রের খবর পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায় তার জন্যই প্রশ্নপত্রের উত্তরপত্র অর্থাৎ প্রশ্ন পত মধ্যেই উত্তর লেখা যথেষ্ট জায়গা থাকবে। তাই সোমবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস আগামী শিক্ষাবর্ষ থেকে এই নতুন নিয়ম চালু হবে বলেও তিনি জানিয়েছেন তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিস্তারিত উত্তর লেখার বদলে মাল্টিপল চয়েস প্রশ্নের সংখ্যা বেশি এই ব্যবস্থা চালু করে প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে বলে মনে করা হয় সংসদ কর্তৃপক্ষের তরফ থেকে।
গত মঙ্গলবার প্রেস মিডিয়ার সাথে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক মিটিংয়ের আয়োজন করেছিলেন এবং সেখানে তিনি জানান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া সম্বন্ধে এক বিরাট গুরুত্বপূর্ণ তথ্য। রাজ্যের সরকারি শিক্ষক নিয়োগ নিয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রেস মিডিয়া ডেকে তিনি এক মিটিংয়ের আয়োজন করেছিলেন এবং সেখানে তিনি জানান যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। তবে প্রচুর কেস এখনো কোর্টে ঝুলে রয়েছে সেই কেশ গুলো সল্ভ না হওয়া পর্যন্ত এতদিন রাজ্যে কোন সরকারী শিক্ষক নিয়োগ হতে পারছিল না। 2019 সালের লোকসভা ভোটের ফলাফলের পর একটু নড়েচড়ে বসেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে সত্যিই চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে 2019 সালের লোকসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পরেই বুঝতে পেরেছেন রাজ্যের যুবক সম্প্রদায় বা যাকে আমরা ইয়ং জেনারেশন বলে থাকি তারা সকলেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার বেহাল অবস্থা হওয়ার কারণে
Image
All India job Bharti 2019 এই ভ্যাকেন্সি তে মহিলারা সবচেয়ে বেশি লাভজনক হবেন তবে পুরুষরাও আবেদন করতে পারবেন। অল ইন্ডিয়া ভিত্তিক চাকরি এখানে সাধারনত উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক পাস মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং স্নাতক এর প্রাপ্ত নাম্বার এর কথা আলাদাভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে যত বেশি নাম্বার থাকবে ততো সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং এখানে আবেদন করার সবথেকে বড় সুবিধে হল এক্ষেত্রে আবেদনের জন্য কোন ফি দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন বয়সের সময়সীমা :-১৮-৪৫ বেতন:- ২২,০০০ পোস্ট নাম:- Content Writing                     Jobs, Education,Exams Qualification:- Graduation Job Type:- Writing Jobs Exam, Jobs, Education Good English Writing Skill          Required Salary Up to 20,000/- As per Work Payment Mode Daily/Weekly Selection Process Send your Resume Easyjobs9850@gmail.com

Nabanna scholarship 2019

Nabanna Scholarship invites application from the students, who have done their schooling in West Bengal only. Students can participate in this scholarship 10th class onwards. A student should be a permanent resident of West Bengal. WB Chief Minister Relief Fund (Nabanna) Scholarship 2019 Eligibility Criteria for Nabanna Scholarship 2019 Scholarship from Chief Minister’s Relief Fund and Chief Minister’s Discretionary Fund is given to the student whois Permanent resident of the State of West Bengal. Studying in any institutions of the State after passing out the State Board /Council of Secondary Education or a State aided University in West Bengal. Got 65% marks in aggregate in Madhyamik Examination [for H.S. level] or 60% in aggregate in H.S. Examination [ for U.G. level] or 55% Marks in the Honours Subject [for P.G. level] Do not enjoy any other governmental(central/state) scholarship or stipend for the same course or stage of study during the last year. Family

Primary TET 2019 Full Notification Details TET News New Updates Today TET Updates

Image

Syllabus of WBPSC 2019 Exam Question Pattern

Image
1 Aptitude 2 Reasonings 3 English 4 Mathematics 5 veterinary science 6 Animal Husbandry 7 Computer Knowledge
WBCS (Exe) Preliminary Result out CATEGORY CUT OFF MARKS (OUT OF 200)  GENERAL 105.13  GENERAL P.H 94.21  BC-A 101.05  BCA P.H 88.78  BC-B 101.06  BC-B -P.H 86.11  SC 96.18  SC-P.H 85.21  ST 73.13  ST-P.H 51.
পুরী থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ফণী’। শুক্রবার দুপুরের দিকে ওড়িশা উপকূল হয়ে সেটি স্থলভাগে আছড়ে পড়বে। তার জেরে ওইদিন থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় ‘ফণী’ এ রাজ্যে ঢোকার পর ঝড়ের গতিবেগ হতে পারে প্রায় ১০০ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গ, পাঁচটি রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা। অন্ধ্রের কাঁকিনাড়া বন্দর ও বিশাখাপত্তনম থেকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়ার আশঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা। এই তীব্র ঘূর্ণিঝড়ের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পুরী ও ব্রহ্মপুরের মতো শহরগুলিতে আলাদা করে নজর রাখা হচ্ছে। #WeatherUpdate