Posts

                        বৈদিক যুগ 1.ভারতীয় সংগীতের উৎস নিম্নলিখিত কোন বেদ- A. ঋক B. সাম✔ C. যজু D. অথর্ব 2- পূরণের মোট সংখ্যা- A. 11 B. 18✔ C. 43 D. 10 3- সভা ও সমিতি দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল A.দ্রাবিড়দের B.ঋকবেদের আর্যদের✔ C.পার্বত্য উপজাতিদের D.সিন্ধু উপত্যকার অধিবাসীদের 4- ঋক বৈদিক যুগে নিম্নলিখিত দেবতাদের মধ্যে কে অভির্ভূত হয়নি? A. ইন্দ্র B.মরুৎ C.শিব✔ D.অদিতি 5- ঋকবেদের গায়েত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? A.ইন্দ্র B. অগ্নি C. সাবিত্রী✔ D. উষা 6- বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? A. 1000 খ্রিস্টপূর্ব B. 3000-2500 খ্রিস্টপূর্ব C.1500-1000 খ্রিস্টপূর্ব D.1200-1000 খ্রিস্টপূর্ব ✔  7- অর্য শব্দের অর্থ কি?  A. চাষ করা  B.জাতিবিশেষ✔  C.ব্রহ্মচারী  D.গোচরণ ভিত্তিক সমাজ  8- কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যাবস্থার উল্লেখ পাওয়া যায়?  A. মনু সংহিতা  B. ঋকবেদ✔  C. অথর্ববেদ  D. শতপথ ব্রাহ্মণ  9- ভারতের কোথায় আর্যরা স্থায়ী বসতি স্থাপন করে ?  A. পাঞ্জাব✔  B. রজস্থান  C. সিন্ধু  D.গুজরাট  10- প্রাচীনতম বেদ হলো-  A. সামবেদ  B.ঋকবেদ ✔  C.
চাঁদের মাটি না ছুঁতে পাওয়ার দুঃখের ইসরোর প্রধান অঝোরে কাঁদছেন এবং তারই পিঠ চাপড়ে সান্ত্বনা দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার রাতে চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল ল্যান্ডার বিক্রমের কিন্তু চাঁদের মাটি ছোঁয়ার মাত্র 1 মিনিট আগের মুহূর্তে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের সাথে। ইসরোর মাটিতে বসে চাঁদের মাটি ছোঁয়া দেখবেন বলে গত শুক্রবার রাতে ব্যাঙ্গালোরে পৌছে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিন্তু শেষে যাকে বলে একদম তীরে এসে তরী ডোবা  চন্দ্র অভিযান ২  অসফল হয়েছে অভিযান সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে পা রাখতে ভারত তবে এই ভুল থেকে শিক্ষা নিয়ে চাঁদের মাটিতে পা রাখার জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন তারা এবং এই অভিযান ও সফল হওয়ার পরেই প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে 30 মিনিটের ভাষণ দেন তিনি বলেন যে এই ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং এই ভুল থেকেই আবার নতুন করে কাঠামো গড়ে তুলতে হবে এখনো সেরাটা দেওয়া বাকি আছে
Image
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুবক সম্প্রদায়ের অধিকাংশ ভোটে জয়ী হয় আপনি দ্বিতীয় বার আবার গদিতে বসার সুযোগ পেয়েছেন দ্বিতীয় বার আবার প্রধানত দিচ্ছেন আমাদের দেশের। এটা যথেষ্ট গর্বের বিষয় যে আমাদের দেশের মানুষ পরপর দুবার এক রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারল আপনার প্রথম পাঁচ বছরে কার্যকলাপের উপর ভিত্তি করে মানুষ আপনাকে দ্বিতীয়বার গদিতে বসার সুযোগ করে দিয়েছেন। তবে মনে রাখবেন আমাদের ভারতে যুবক সম্প্রদায় বা ইয়ং জেনারেশনের ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি এবং আপনি অধিকাংশ ভোট পেয়েছেন যুবক সম্প্রদায় তরফ থেকে। আপনি কোন দলের রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন সেটা নিয়ে আমাদের কোন সমস্যা নেই তবে আমাদের সব থেকে বড় সমস্যা হল প্রতিশ্রুতি না রাখা অর্থাৎ এক্সপেক্টেশন ব্রেক হওয়া। মনে আছে যখন আপনি 6 বছর আগে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করলেন এবং ভোটের পূর্বে আপনি যত সভা করেছেন সেখানে আপনি কোটি কোটি মানুষকে কত প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু চাকরি কোথায়?? গত 5 বছরে দেশের সেরকম চাকরির ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়নি তবে দেশের আপনি প্রচুর উন্নতি করেছেন যার মধ্যে নোট বন্দি গ্যাসের
ভিডিওটি শুরু করার পূর্বে একটা  Disclaimer এই ভিডিওটি কোন রাজনৈতিক দলকে সমর্থন করে নয় দেশের শিক্ষাগত এবং রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে এক শিক্ষিত বেকারের লেখা একটা ফেসবুক পোস্টে থেকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে।আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দিভাষী হওয়াতে এই সম্পূর্ণই চিঠিটি ইংলিশে লেখা ছিল তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ চিঠিটি বাংলায় অনুবাদ করে সংক্ষিপ্ত রূপ এ আপনাদের সামনে তুলে ধরছি
Image
Amzone new Job Vacancy Amazon Flex As a Delivery Boy Salary 140 Per hour Male Female Both can Apply No Time schedule 7 days Training Bick And Scooty Must
Image
ভোটে জিতে নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন সকলেই পাবে এতে করে ল্যাপটপ তবে সম্ভবত শুধুমাত্র স্টুডেন্ট দেওয়া হবে এমন কথা কিন্তু জানিয়েছেন 23 শে মে ভোটে জেতার পরে তবে এই কথা কতখানি সত্যি কতখানি মিথ্যা যদি কথাটা সত্যি হয়ে থাকে তাহলে কারাই বা পাবেনই ল্যাপটপ আর যদি কথাটা মিথ্যা হয়ে থাকে তাহলে এই কথা ওঠার কোন মানে হয় কি