Madhyamik bengali suggestion 2019 wb board

বঙ্গানুবাদ
গল্প : জ্ঞানচক্ষু-আশাপূর্ণা দেবী
কবিতা : অসুখী একজন—পাবলো নেরুদা
কবিতা : আফ্রিকা-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রবন্ধ: হারিয়ে যাওয়া কলম-শ্রীপার্থ
গল্প : বহুরূপীসুবোধ ঘোষ ।
কবিতা : অভিষেক-মাইকেল মধুসূদন দত্ত
নাটক : সিরাজদ্দৌলা->শচীন্দ্রনাথ সেনগুপ্ত
কবিতা : প্রলয়োল্লাস
সকাজী
কাজী নজরুল ইসলাম
গল্প : পথের দাবী—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কবিতা : সিন্ধুতীরে সৈয়দ আলাওল
গল্প : অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী
প্রবন্ধ : বাংলা ভাষায় বিজ্ঞান-রাজশেখর বসু
গল্প : নদীর বিদ্রোহমানিক বন্দ্যোপাধ্যায়
সহায়ক গ্ৰন্থ : কোনি।
ব্যাকরণ :
নিমিতি : প্রবন্ধ রচনা















বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী
1, জ্ঞানচক্ষু গল্পের লেখক লেখিকা কে?
(a)সত্যজিৎ রায় (b)মহাশ্বেতা দেবী (c)আশাপূর্ণা দেবী (d)লীলা মজুমদার
2.জ্ঞানচক্ষু একটি
(d)বড় গল্প (b)ছোট গল্প (c)উপন্যাস (d)নাটক
3.তপনের লেখা সংশোধন করে দিয়েছিল
(a)তপনের মা (b)তপনের ছোঁট মাসি (c)তপনের ছোঁট মেসো (d)তপনের ছোঁট মামা
4.মেসোমশছি যে পত্রিকার সম্পাদক কে চিনতেন তাহল
(q) শুকতারা (b)সন্ধ্যা তারা (c)চাঁদ মামা (d)আনন্দ মেলা
5. বাড়িতে তপনের নাম হয়ে গেছিলো
(a) কবি সম্রাট (b)কথাশিল্পী (c)সাহিত্য সম্রাট (d) কবি সাহিত্যিক কথা শিল্পী
(6) শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে
(a) সভ্যতাকে রক্ষা করেছিল (b)অহিংসার বাণী প্রচার করেছিল (c)মানুষকে দুঃখ জয় করবার শক্তি যুগিয়েছিল
নে ঘুরে থেকে স্বপ্ন দেখেছিল।
(d)www.youtube.com/Asmita360
(7) হেঁটে গেল গির্জার
(a) এক পুরোহিত (b)মৌলভী (c)সন্ন্যাসী (d)নান।
(৪) আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল
(a) সরল (b)অন্ধকার (c)উদ্রাৰ (d)সহজ।
(9)আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেলো
(a)প্রাচী ধরিত্রীর বুক থেকে (b)অন্ধকারের বুক থেকে (c)পৃথিবীর বুক থেকে (d)বনস্পতির পাহারা থেকে
10.আফ্রিকা বিদ্রুপ করছিল
| (a) ভিশন কে (b)ভয়ংকর কে (c)নতুন সৃষ্টিকে (d)শঙ্কা কে
11. যে কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে সেটি হলো
(a) শিশু (b)বলাকা (c)পত্রপুট (d)খোয়া
12.আফ্রিকার অন্তঃপুরে আলে৷ ছিল
(a) নগ্ন (b)কৃপণ (c)দুবোধ (d)আবিল।








13.তপন বিউগল দৃষ্টিতে তাকায় তপনের দৃষ্টিতে কি ছিল?
(a) দুঃখা (b)অপমান (c)অবিশ্বাস (d)কষ্ট
14.কই পর লজ্জা কি কথাটি কে বলেছিলেন ?
(a)যা (b)বাবা (c)মাসি (d)মেসো
15.অসুখী একজন কবিতা টির তরজমা করেছেন
(a) সুকান্ত ভট্টাচার্য (b)নবারুণ ভট্টাচার্য (c) শখ ঘোষ (d) রজনীকান্ত সেন।
16.সব হয়ে গেল জুলে গেল আগুনে- (শূন্যস্থান পূরণ করে।)
(a) চুরমার (b)চূণ' (c)চুৰ্ণ’(d)কঠিন
17তাণ্ডবের দুন্দুভি নিনাদে দুন্দুভি কি?
(a) ডাক (b)ডোলক (c)বাশি (d)দামামা জাতীয় প্রাচীন বাদ্যযন্ত্র
18.পঙ্কিল শব্দটির অর্থ
(a)কদমাক্ত (b)বালি (c)নুডি (d)প্রলেপ
19নিনাদ শব্দটির অর্থ কি?
(a) গর্জন (bচিৎকার(c) ভয়ংকর শব্দ (d)শব্দ ।
WWW. youtube.com/Asmita360
iটাসারা জুতোর তলায় কি ছিল?
(a) রক্ত মাটি (b)কাদা মাটি (c)বীভৎস কাদার পিণ্ড (d)ধারালো ছুরি
21.সে ভয়ানক দুলভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি কি ছিল?
(a) সন্ধ্যাসী দেখা পাওয়া (b)সন্ন্যাসীর আশীর্বাদ পাওয়া (c)সন্ন্যাসী কমঙুল পাওয়া (d)সন্ধ্যাসী পায়ের পুলো পাওয়া
21.সন্ধা্যাসী কে খরম দিয়েছিল?
(a) হরিদা (b) জগদীশবাবু (c)অনাদি (d)ডবতোষ
22.আয় আরো বেধে বেধে থাকি কহাটি কবিতায় ব্যবহৃত হয়েছে
(a) একবার (bতিনবার (d)চারবার (d) দুইবার
23.কট মারা যুদ্ধ করেছিল।
(a)মানুষ ধরার দল (b)দেবতারা (c)তারা (d)দস্যরা
24.কালি তৈরি করতে লাগে
(a) আলু (bত্রিফলা (c)কাঁঠাল (d)তেল।
25.রোম সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকা পোশাকি নাম কি ছিল?
(a) স্টাইিলাস (b)পহিলট (c)পার্কার (d)পোসেলিন।








26.যিনি কানে কম বুঝি দুনিয়া খোজেন তাকে বলি।
(a)পণ্ডিত মশাঁহি (b)মাস্টার মশাঁহি (c)দাশৰ্নিক (d)ভূগোলবিদ
27.প্রতিটি বোতামে ছাপা রয়েছে।
(a) একটি করে বর্ণ’ (b)একটি করে শব্দ (c)একটি করে চিহ্ন (d)একটি করে হরফ।
28.এই নেশা পেয়েছি আমি সদার কাছ থেকে বক্তা কে?
(a)সুনীল গঙ্গোপাধ্যায় (b)শ্ৰীপাড় (c) জীবনানন্দ দাশ (c)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
29.কালি কলম মন লেখে ৩ জন এটি হলো
(a)প্রবাদ (b)ধাধা (c)উপকথা (d)রূপকথা
30.চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কী ছিল?
(a) একজন বইিজি (b)একজন উন্মাদ (c)একজন রাজা (d)একজন সাধক ।
31. হৈমবতী সুত বলতে কাকে বোঝানো হয়েছে?
(a)ইন্দ্ৰজিংকে (bবিভীষণকে (c)কাৰ্তিককে (d)রাবনকে
32."যথাবিহিত এ গঙ্গোদক" গঙ্গোদক শব্দের অর্থ
(a)যমুনার জল (b)পদ্মা নদীর জল (c)গঙ্গা অল (d) গোদাবরীর লাube.com/Asmita3।
33."শিঙিনি আকষী রসে" এখানে শিঞ্জিনী শব্দের অর্থ কি?
(a)তলোয়ার (b)ধনুনের ছিল (c)বাশি (d)পায়ের নুপুর
34.মাতঙ্গ কথার অর্থ-(a) ঘোড়া (b)পতঙ্গ (c)হাতি (d)মাকড়শা
35কেতন শব্দের অর্থ-(a)পতাকা (b)বেলুন (c)ঘরের পদা (d)সামিয়ানা।
36.প্ৰলয় উল্লাস শব্দের আভিধানিক অর্থ - (a)ভয়ংকর রূপ (b)ধ্বংসের আনন্দধ্বনি (c)কালবৈশাখী ঝাড
37. আসছে এবার কে আসছে? (a) বিশ্ব মাতা (b)প্রলয়ঙ্কর শিব (c)জাত কাল পাহাড় (d)অত্যাচারী ব্রিটিশ শাসক
38.দিগম্বরের জটায় হাসি শিশু । চাঁদের কর চাঁদের হাসির অর্থ কি?
(a)ঝড় বৃষ্টি হোমে গেছে (b)নতুন সৃষ্টিসুখ (c)অন্ধকার ঘনিয়ে আসছে (d)অন্ধকার দূর হয়েছে।

39.হরিদাস ছোট্ট ঘরটিতে অবস্থান ছিল
(a)শহরের সবচেয়ে সরু গলির ভেতরে (b)তাজমহলের পাশে (c)শহরের মাঝখানে (d)আমবাগানে











40মেঘানাদবধ কাব্যের প্রকাশকাল (a)১৮৬২ (b)১৯৫০ (c)১৭২০ (d)১৯০৫
41.গিরিশ মহাপাত্র চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কি ছিল?
(a)তার কথা (b)তার মুখ (c)তার হাসি (d)তার চোখ
42 .ভেওে আবার । গড়তে জালে সে চির-সুন্দর চির সুন্দর কে?
(a)শিব (b)দুর্গাঁ (c)কালী (d)সরস্বতী
43.অমৃত ও হিসাবে জামায়াত যে যেদিক থেকে এরকম ছিল তা হল
(a)রংও ফুল (b)রং মাপ (c)কাপড় ছাপা (d)বুলু কাপড় মাপ বুল কাপড়
44.গান কে কবি কার মতো দাঁড়াতে দেখেছেন
(a)নয়ন তারা (b)ভোরের বাতাস (c)আকাশের রামধনু (d)ঋষি বালক
45পিতার । পুণ্যের ফলে মোহর । ভাগ্যের বলে বাহুকর কন্যার জীবন বা কর শব্দের অর্থ
(a)চলে যাক (b)ফিরে আসুক (c)সফল হোক (d)শান্তি পাক।
46 সিন্ধুতীরে রছিছে মান যশ মান শব্দের অর্থ
(a)লেীকো (b)পানশি (cভেলা (d)কাঠের গুড়ি
47 .কন্যারে ফেলিল যাহা এই কন্যাটি হলেন
(a)রস্তা (b)পদ্মাবতী (c)অনুসূয়া (dবেহুলা
৪.অচেতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য যার কাছে কৃপা প্রার্থনা করা হয়েছিল সে হলো।
(a)ব্ৰহ্মা কাছে (bনিরঞ্জনের কাছে (c)ভাগ্য দেবতার কাছে (d)শিবের কাছে
49 .অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির রচয়িতা
(a) জয় গোস্বামী (b); অন্নদাশঙ্কর রায় (c)সুভাষ মুখোপাধ্যায় (d)কাজী নজরুল ইসলাম
50.গানের গায়ে মোছা হয়
(a) চোখের জল (b)রক্ত (c)নদীর জল (d)গায়ের ঘাম
51.গানের বম আজ পেয়েছি।
(a)গীয়ে (b)হাতে (c)পায়ে (d)গলায়।
52.বুলেট কোন জাতীয় শব্দ?
(a)তৎসম শব্দ (b)তদ্ভব শব্দ (c)দেশি শব্দ (d)বিদেশি শব্দ
53.সমাপিকা ক্ৰিয়া সঙ্গে অধসম্পকহীন পদটি হল
(a)অকারক (b)কারক (c)সবলাম (d)বিশেষ্য
54বিভক্তি শব্দটির অর্থ হলো
(aবিভাজন (b)বিশিষ্টতা (c)বিশেষ (d)ভক্তি বিরাগ
55.সিংহাসন কোন কমধারয় সমাসের উদাহরণ?
(a)মধ্যপদলোপী (b)উপমান (c)রূপক (d)উপমিত।
















1.বাবাভোর পেটে পেটে এত্ত এটি কোন প্রকার বাক্য?
2.যেন নেশায় পেয়েছে এখানে কোন নেশার কথা বলা হয়েছে?
3. কেন তপন হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করছিল?
4. লেখালেখি ছাড়া তপনের নতুন মেসোর পেশা কি ছিল?
5. কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে ভপানের চোখ । মার্বেল হয়ে গেল?
6.এ বিষয়ে সন্দেহ ছিল তপানের কোন বিষয়ে কেন তপনের সন্দেহ ছিল?
২ার দিন কি কারণে তপনের এরূপ মনে হয়েছিল তপনের মনে হওয়ার কারণ কী ছিল?
| প্রোন্তের মা ছায়াছ জে এার হার প্রায়
8. ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা ওই কথা ছড়িয়ে পড়ায় কি ঘটেছিল?
9. বুকের রক্ত ছল।ৎ করে ওঠে তপানর কখন এবং কেন ভপনের এরকম । অনুভূতি হয়েছিল?
10. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে । কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল?
11. সারা বাড়িতে শোরগোল পড়ে যায় সারা বাড়িতে শোরগোল পাড়ে যাওয়ার কারণ কি?
| comAsmita360
অসুখী একজন কবিতা আঘাতকারী বছর গুলি কার মাথার উপর নেমে এলো?
13. অসুখী একজন কবিতা যুদ্ধে ছবিটি কিভাবে ফুটে উঠেছে।
14.৬ারছিল ধ্যানে দেবতাদের ধ্যানমগ্ন টা তাৎপৰ্য কি?
15.কপণ আলোয় অপুর আলোকে কৃপণ বলা হয়েছে কেন?
|
16.বিদুস কার ছিল ভীষণ কে কে কাকে বিয়ে করেছিল?
17. পন্ধিল হল বুলি তোমার রায়ে অক্ষাভে মিলে কিভাবে এমন পরিস্থিতি তৈরী হলো?
18.ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে আফ্রিকা কোন প্রসঙ্গে এ মন্তব্য কবিতার ভাববস্ত বিশ্লেষণ করে এই মন্তব্যের প্রাসঙ্গিকতা আলোচনা কর?
19.আফ্রিকা কাবতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের মানাসকতার পরিচয় দাও?

20.বল ক্ষমা করো তাকে ক্ষমা করার কথা বলা হয়েছে? এ ক্ষমা করা কিভাবে কবিতায় প্রকাশিত হয়েছে?
21.তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছাতবে তাঁহ হোক কোন প্রসঙ্গে লেখক এরূপ মন্তব্য করেছেন?
লেখক ফিনিশীয় হলে কি করতেন?
22.হিলাস কি?
23.এমন দুটি চিত্রের নাম কর যাতে পালকের কলম দেখা যায়?
24.প্রথম দুটি ফাউন্টেন পোনের নাম কি ছিল?
25.কালি কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় লেখাক এ ধরনের মন্তব্যের কারন কি অংশটি তাৎপর্য ’লেখা?
26 .হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক কালী প্রস্তুতের কোন চিত্র অঙ্কন করেছেন?
27.আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা লেখক প্রহাম ফডিটেন পেন কেনার অভিজ্ঞতা লেখ:
28.গল্প শুনে খুব গম্ভীর । হয়ে গেছিল হরিদা কোন গল্প শুনে হরিদাগম্ভীর হয়ে গেছিলেন?
29. হরিদা কোনদিন চাকরি করেননি কেন? (www.youtubecom/Asmit
30.জগদীশবাবুর যে সন্ন্যাসী এসেছিলেন তার বর্ণনা দাও:
31.বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র বগনা দাও:-
32. আজ তোমাদের একটা জবর খেলা দেখাৱো জগদীশ বাবুর বাড়িতে কী ঘটনা ঘটেছিল তা লেখ:
33. অভিষেক কি?
34. কাকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে?
35. জিজ্ঞাসিলমহাবাহু বিশময় মানিয়া কার কাছে তিনি কি জিজ্ঞাসা করেছিলেন:-
36.অভিষেক কবিতায় প্রমীলা চরিত্র টি উল্লেখ কর:
37. সিরাজউদ্দৌলা নাটক সিরাজউদ্দৌলা চরিত্র আলোচনা কর:
38. নবাব সিরাজউদ্দৌলা ওয়াটস কে বন্দী করেন কেন শেষ পর্যন্ত তাকে কি শান্তি দেওয়া হয়?

39.আসে ওই সুন্দরী সুন্দর কিভাবে আসে?
40.এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কোন ইঙ্গিত দিয়েছেন?
41.পলিটিকাল সাসপেক্ট বলতে কী বোঝায়?
42. সব্যসাচী চোখের দৃষ্টি দেখে কি মনে হয়েছিল?
43. তেলের খনি কারখানা মিস্ত্রিরা কেন রেঙ্গুনে চলে এসেছিল?
44. গিরিশ মহাপাত্র চেহারার বর্ণনা দাও:
45.পথের দাবী রসনার অপূব চরিত্রটি সংক্ষেপে আলোচনা কর
46.পথের দাবী রচনা নিমহিবাবু চরিত্রটি ব্যাখ্যা কর:
47.সখি সবে আজ্ঞা দিল পদ্মা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিল:
48.পদ্মা কে সে কি রূপ উদ্যান রচনা করেছিল?
49সিন্ধুতীরে কবিতার দিঘির পরিচয় দাও:
50.মাথায় কত শকুন বা চিল এই অংশের মধ্যে কোন জীবন সত্যকে তুলে ধরতে চেয়েছেন?
51বাংলা াষায় বিজ্ঞান চর্চার বাধা ও দোষ । দূর করতে লেখ ! কি কি পরামর্শ দিয়েছেন তা লেখt: Asmita360
52.নদীর বিদ্রোহ গল্পের মানিক বন্দ্যোপাধ্যায় নদীর যে রূপ ফুটিয়ে তুলেছেন তা বর্ণনা কর:
53.নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদ এর মৃত্যুর মধ্যে দিয়ে লেখক কোন ছবি অঙ্কন করেছেন?
54. আমার বিরুদ্ধে চার্জ গুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই বজ্ঞাকে তার বিরুদ্ধে কি অভিযোগ উঠেছিল?
55. কোনি উপন্যাসে কোনি চরিত্রের পরিচয় দাও:
56. এরাতো জুপিটারের শক্র আমরা কি নেমকহারাম হলাম আলোচ্য যুক্তি অনুসারে বক্তার মানসিকতার পরিচয় দাও:
57. তির্যক বিভক্তি কাকে বলে?
58. শব্দ বিভক্তি কাকে বলে উদাহরণ দাও?
59, অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে কি বোঝানো হয়?
60. কতহিীন ভাববাচ্যের একটি উদাহরণ দাও?
61. তারা স্বপ্ন দেখা পারলো না তারা কেন স্বপ্ন দেখতে পারলো না?
















রচনা


1. বইমেলা।
2. দৈনন্দিন জীবনে বিজ্ঞান / প্রতিদিনের জীবনে বিজ্ঞান।
3.প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে ছাত্রসমাজ
4মাতৃভাষায় বিভ্রান চর্চা। আমাদের মাতৃভাষা বাংলা বিজ্ঞান চর্চা
| Y 5:আামারে জীবান পরিবেশের ভূমিকা
_tube.com/Asmita
6.একটি ঝড়ের রাত








1.Man is an animal which is much wetker than other animals. He
has not the strength of the elephant, not the speed of the hours,
But he has a mind such as no other animal has. By his superior
intelligence man has learnt to cotch ond tame natural forces like
wind, fire, steam ond electricity. He has used these powers as his
servents.












2.Man is a sociol animal. He cannot live alone. No person can be
happy without having sincere friends. But selfish persons fail to
make real frien
return.

www.youtube.com/Asmita360









3.Honesty is a great virtue. f you do not deceive others, if you do not
tell a lie, if you are strictly just and fair in your dealings with others,
you are an honest man. Honesty is the best policy. An honest mon

ected byal. No one can pr

sper in life if he is not honest.










Patriotism is love for one's country. it is a powerful sentiment and
wholly unselfish and noble. A patriot con sacrifice even his own life
for the good of his country. it is an idealism that gives courage and
strength. But false partiotism makes a mon narr

behind him his basket containing caps. The gentle b

Www.youtube.com/Asmita360



plough my field, sow the seeds and gather the grain. Thus it is

been tortured,but books have spread themselves through out the

world so that there is no country on earth without them now..














Comments

Post a Comment

Popular posts from this blog

2000 note stop (two thousand note stop)

Madhymik Result 2019 Madhyamik Examination Result 2019 Asmita 360