2000 note stop (two thousand note stop)

         সত্যি কি বন্ধ হয়ে গেলো ২০০০ টাকার নোট















নতুন বছরের শুরুতেই ভেস্তে গেলে মোদি
সরকারের 'নোটবাতিলে'র স্বপ্ন। আগামী অর্থবৰ্ষ থেকে
২০০০ টাকার নোট ছাপানো পুরোপুরি বন্ধ করার
সিদ্ধান্ত কেন্দ্রের। বৃহস্পতিবার অর্থমন্ত্রক সূত্রে এমনটা
জানা গিয়েছে।
সূত্রের খবর, ২০o০ টাকার নোটের সরবরাহ সীমাবদ্ধ ।





করতে কেন্দ্র নয়া উদ্যোগ নিয়েছে। ২০০০ টাকার
নোটের সংখ্যা কমিয়ে এনে অপেক্ষাকৃত ছোট ২০০
টাকার নোটের সরবরাহ বাড়ানো হতে পারে। ২০০০
টাকার নোট এখনই পুরোপুরি তুলে নেওয়া হবে না ।
সম্ভবত । অর্থমন্ত্রক সূত্রে খবর, আসর আগস্ট মাসেই
বাজারে আসতে পারে ২০০ টাকার নতুন নোট। জুন
থেকেই মাইসুরু পেপার মিলে নোট ছাপানোর কাজ শুরু
হয়েছে বলে খবর।
২০০০ টাকার নোট ছাপতে খরচ হয় ৩ টাকা ৫৪ পয়সা
থেকে ৩ টাকা ৭৭ পয়সা।
রাজ্যসভায় লিখিত বিবৃতি দিয়ে নোট ছাপার খরচের
খতিয়ান জানান অর্থমন্ত্রকের প্রতিমন্ত্ৰী অৰ্জন রাম।
মেঘওয়াল। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে যে, নতুন
৫০০, ১০০০ টাকার নোট ছাপাতে ইতিমধ্যেই রাজকোষ
থেকে ১২ হাজার কোটি টাকা বেরিয়ে গিয়েছে। ৫০০
টাকার ১ হাজার ৫৬৭ কোটি নতুন নোট ছাপাতে
ইতিমধ্যেই খরচ হয়েছে ৩ হাজার ৯১৭ কোটি টাকা।
নোট বাতিলের পর ২০১৬-র ১০ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ
ব্যাঙ্কে জমা পড়ে প্রায় ১২.৪৪ লাখ টাকা।
চলতি বছর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাজারে থাকা টাকার
পরিমাণ ১১.৬৪ লাখ।







Comments

Popular posts from this blog

Madhyamik bengali suggestion 2019 wb board

Madhymik Result 2019 Madhyamik Examination Result 2019 Asmita 360